বিশাল বিস্তৃত এবং পারতপক্ষে বৃষ্টিহীন অঞ্চলকে সাধারণভাবে মরুভূমি হিসেবে অভিহিত করা হয়ে থাকে। বছরের পর বছর ধরে পর্যাপ্ত পরিমাণে পানির সংস্পর্শে না আসার কারণে এই অঞ্চলগুলো হয়ে পড়ে রুক্ষ, শুষ্ক। মরুভূমির মাঝে আছে এক অন্যরকম আকর্ষণ! পুরো পৃথিবীজুড়ে ছড়িয়ে থাকা এই ১০টি বিস্ময়কর মরুভূমি সম্পর্কে জেনে নিন এখনই!
১০. গ্রেট বেসিন মরুভূমি
আমেরিকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মরুভূমি এই গ্রেট বেসিন। রকি মাউন্টেইন, সিয়েরা নেভাডা পর্বতশ্রেণী, সোনোরান আর মোজাভে মরুভূমি দিয়ে ঘেরা গ্রেট বেসিনের আয়তন প্রায় ১,৯০,০০০ বর্গ মাইল।
গ্রীষ্মের সময় প্রচণ্ড গরম থাকলেও শীতের সময় তুষারপাতও হয়ে থাকে এখানে!
৯. সিরিয়ান মরুভূমি
অ্যারাবিয়ান পেনিনসুলার উত্তরে প্রায় ২,০০,০০০ বর্গ মাইল জুড়ে বিস্তৃত এই মরুভূমি। মোটামুটি সমতল এই সিরিয়ান মরুভূমিতে অসংখ্য পাথরের দেখা মেলে।
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে সৃষ্ট লাভা জমে ঠাণ্ডা হয়ে এই পাথুরে পরিবেশ তৈরি হয়েছে বলে ধারণা করা হয়।
শুধু সিরিয়াই নয়, এই মরুভূমির অংশবিশেষ পড়েছে জর্ডান, ইরাক আর সৌদি আরবেও।
৮. পাতাগনিয়ান মরুভূমি
ম্যারাডোনা আর মেসির দেশ আর্জেন্টিনার সবচেয়ে বড় মরুভূমি এটি। এর কিছু অংশ পড়েছে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ, চিলিতে।
আটলান্টিক সাগর আর আন্দিজ পর্বত দিয়ে ঘিরে থাকা এই মরুভূমি প্রকৃতিপ্রেমীদের জন্য এক তীর্থস্থান, নিঃসন্দেহে!
তুষারে ঢাকা আন্দিজের জন্যই এই মরুভূমির গড় তাপমাত্রা মাত্র ৩ ডিগ্রি সেলসিয়াস! সেই সাথে বাতাসের বেগটাও এখানে প্রচণ্ড বেশি।
৭. গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি
দক্ষিণ থেকে পশ্চিম অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত গ্রেট ভিক্টোরিয়া ওশেনিয়ার মরুভূমিগুলোর মধ্যে সবচেয়ে বড়। প্রায় ২,২০,০০০ বর্গ মাইল জুড়ে বিস্তৃত এই মরুভূমিটির বিশেষত্ব হলো “ঝড়” আর “বজ্রপাত”!
মাসে কমপক্ষে দু বার করে বেশ বড় ধরনের ঝড় ওঠে গ্রেট ভিক্টোরিয়ায়। যদিও বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কম। সারা বছর ধরে এর তাপমাত্রা ২০ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করে থাকে।
৬. কালাহারি মরুভূমি
নামিবিয়া, বতসোয়ানা আর দক্ষিণ আমেরিকা জুড়ে বিস্তৃত কালাহারি আফ্রিকা মহাদেশের মরুভূমিগুলোর মধ্যে অন্যতম। এর আয়তন প্রায় ৩,৬০,০০০ বর্গ মাইল।
কালাহারির কোল ঘেঁষেই চলে গিয়েছে ওকাভাঙো নদী। আর এ কারণেই মূলত গ্রাসল্যান্ড বা তৃণভূমির দেখা পাওয়া যায় এখানে।
রেড স্যান্ড নামের বিশেষ এক ধরনের বালুও পাওয়া যায় কালাহারিতে।
৫. গোবি মরুভূমি
চীন আর মঙ্গোলিয়ায় অবস্থান করছে প্রায় ৫,০০,০০০ বর্গ মাইল আয়তনের সুবিশাল গোবি মরুভূমি।
হিমালয়ের খুব কাছে অবস্থান করায় ভারত মহাসাগর থেকে আসা মেঘগুলো গোবি পর্যন্ত পৌঁছাতে পারে না। হিমালয়ের গায়েই আটকে থাকে। গোবিতে তাই বৃষ্টি হয় না বললেই চলে।
এখানে বালুর পরিমাণও বেশ কম। উপরিভাগটি একদম পাথুরে।
শীতের সময় গোবিতে ভারি তুষারপাত হতে দেখা যায়।
৪. অ্যারাবিয়ান মরুভূমি
ইয়েমেন, জর্ডান, পারসিয়ান গালফ্, ওমান আর ইরাক জুড়ে বিস্তৃত অ্যারাবিয়ান মরুভূমি বিশ্বের সবচেয়ে বড় মরুভূমিগুলোর একটি। এর আয়তন প্রায় ৯,০০,০০০ বর্গ মাইল।
এই মরুভূমির কেন্দ্রকে বলা হয়ে থাকে “রাব আল খালি”। এই অংশটি এককভাবে বিশ্বের সবচেয়ে বিস্তৃত নিরবিচ্ছিন্ন বালুকাময় স্থান।
এর এক অংশে তাপমাত্রা অত্যধিক হওয়ায় বেশ গরম আবার অন্যদিকে অনেক কম তাপমাত্রার কারণে তীব্র শীত অনুভূত হয়।
৩. সাহারা মরুভূমি
সাহারা বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি এবং সর্ববৃহৎ উষ্ণ মরুভূমি। প্রায় ৩৫,০০,০০০ বর্গ মাইল এর আয়তন। মাগরেব, এটলাস পর্বত আর ভূমধ্যসাগরের উপকূলীয় অঞ্চল বাদে প্রায় পুরো উত্তর আফ্রিকা জুড়েই অবস্থান করছে সাহারা।
সাহারার কেন্দ্রে পানিশ্যূন্যতার কারণে কোনো ধরনের গাছপালাই নেই। এর পাশ দিয়ে বয়ে চলা নদীগুলোতেও সারা বছর ধরে পানি থাকে না। একমাত্র ব্যতিক্রম হলো নীল নদ। নীল নদই সাহারায় প্রতিনিয়ত পানি সরবরাহ করে থাকে। যদিও এর মাত্রা খুবই কম।
২. আর্কটিক মরুভূমি
প্রায় ৫৪,০০,০০০ বর্গ মাইল এলাকা নিয়ে অবস্থান করা আর্কটিক বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মরুভূমি। মজার ব্যাপারটি হলো এটি একটি শীতল মরুভূমি। অর্থাৎ বালির পরিবর্তে এই মরুভূমিটি বরফের চাদরে ঢাকা!
ডেনমার্ক, সুইডেন, নরওয়ে আর রাশিয়া জুড়ে এর অবস্থান। কানাডা আর আমেরিকা যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত কিছু অংশেও পড়েছে এই মরুভূমি।
শীতের সময় এর তাপমাত্রা নিচে নেমে মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে দাঁড়ায়!
১. এন্টার্কটিক মরুভূমি
দক্ষিণ মেরুর এন্টার্কটিকা মহাদেশে অবস্থিত এন্টার্কটিক মরুভূমিই বিশ্বের বৃহত্তম মরুভূমি। আর্কটিক থেকেও এই মরুভূমির আয়তন প্রায় এক লক্ষ বর্গ মাইল বেশি! অর্থাৎ এটি প্রায় ৫৫,০০,০০০ বর্গ মাইলের সুবিশাল সুবিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থান করছে।
আর্কটিকের মতোই এটি একটি শীতল মরুভূমি। অর্থাৎ বালির পরিবর্তে এখানে আছে বরফ। শীতের সময় এর গড় তাপমাত্রা দাঁড়ায় মাত্র মাইনাস ৮৯ ডিগ্রি সেলসিয়াসে!
সর্ব বৃহত্তম হওয়ার পাশাপাশি এটিই বিশ্বের সবচেয়ে শীতল এবং সবচেয়ে শুষ্ক মরুভূমি।
ফিচার ইমেজ- worldatlas.com
তথ্যসূত্রঃ
- Worldatlas.com
- Matador Network
- Mystery World
- The Telegraph
- Lonely Planet