এই ইভেন্টটি বাউন্ডুলে গ্রপের অফিসিয়াল ইভেন্ট।
আমাদের ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/bounduleX/
আমাদের ফেসবুক পেজঃ https://www.facebook.com/bounduletravel/
এই ইভেন্টটা আমাদের গ্রূপ থেকে আয়োজিত একটা ডে ইভেন্ট। এই ট্রিপে আমরা ভিজব ঝর্নার পানিতে, দেখব গুলিয়াখালি বিচের অনিন্দ্য সুন্দর সবুজের মাঝে আর সর্বশেষে করব কায়াকিং।
আমাদের ট্রিপটা আয়োজন করা হয়েছে রিলাক্স ভাবে।
ট্যুর প্লানঃ
৪ই অক্টোবরঃ
আমরা ৪ ই অক্টোবর বৃহস্পতিবার রাতের বাসে যাত্রা করব।
৫ই অক্টোবরঃ
পরদিন শুক্রবার সারাদিন আমরা ঘুরে বেড়াব খৈয়াছড়া ঝর্না, গুলিয়াখালি বিচ আর মহামায়া লেক। এক্সটা এক্টিভিটিজ এর মাঝে থাকবে মহামায়ায় কায়াকিং। অতপর সন্ধ্যার দিকেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। ইনশাআল্লাহ শুক্রবার ৯/১০ টার মধ্যে আমরা ঢাকা থাকতে পারব ।
ইভেন্ট ফিঃইভেন্ট ফি ১,৮০০ টাকা
এই ফিতে যা যা অন্তর্ভুক্তঃ
১। ঢাকা-ফেনী-ঢাকা বাস ভাড়া
২। শুক্রবার তিন বেলা খাবার
৩। গুলিয়াখালি সি বিচ, মহামায়া লেকে এন্ট্রি ফি
৪। সকল ধরনের লোকাল পরিবহন ভাড়া
৫। কোন গাইড লাগলে তার ভাড়া।
৬। মহামায়ায় টুইন শেয়ারিং বেসিস (এক কায়াক এ দুইজন) এ এক ঘণ্টা কায়াকিং করার খরচ
যা যা থাকবে নাঃ
১। হাইওয়েতে চলাকালীন কোনো ধরনের খাবার।
২। কোন ধরনের ব্যক্তিগত খরচ।
যেভাবে কনফার্ম করবেনঃ
01710071346 / 01674974381 নাম্বারে ৫০০ টাকা সেন্ড করে আপনার আসন কনফার্ম করুন!
যেহেতু বাসের টিকিট কাটতে হবে, তাই যতক্ষন বাসের টিকিট পাওয়া যাবে আমাদের ইভেন্ট ওপেন থাকবে!।
ধন্যবাদ।
( বিশেষ ডিসক্লেইমারঃ আমরা তি টা প্লেস ই কাভার করার চেষ্টা করব, যানজট এর কারনে যদি কোন প্রব্লেম না হয়, যানজটের কারনে কোন সমস্যা হলে উপস্থিত সবাই মিলে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়া হবে)