এটি ফ্রেন্ডলি ট্রাভেল গ্রুপের একটি অফিশিয়াল ইভেন্ট। আমাদের সঙ্গে থাকতে চাইলে আমাদের গ্রুপ ও পেইজে এড হতে পারেন।
গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/1595794053767792/
পেইজ লিংকঃ https://www.facebook.com/friendly.tg/
অামরা এবার যাবো ঝর্ণা পাহাড়ের চূড়ায় ক্যাম্পিং করতে।
বিস্তারিত
দিন ০০ (২৯ সেপ্টেম্বর): ঢাকা ত্যাগ বাসে
দিন ০১ (৩০ সেপ্টেম্বর ): সকালে চকোরিয়া গিয়ে নাস্তা করে জিপে অালীকদম যাবো তারপরে একটু রেস্ট নিয়ে গোসল করে দুপুরের খাবার খেয়ে চলে যাবো মারায়ং তং হেটে যেতে ২ ঘন্টা লাগবে উপরে উঠে তাবু রেডি করে চলবে অাড্ডা গান অার রান্না করবো রাতে পাহাড়ের চূড়াতেই সাথে থাকবে গাইড ফারুক ভাই।।
দিন ০২ (৩১ সেপ্টেম্বর ): সকালে মেঘে ভেসে কিছু সময় থেকে চলে অাসবো নিচে তারপরে হোন্ডায় করে ১৭ কিমি তারপরে ২.৪৫ হেটে লামোনাই গোসল ছবি তুলি কিছু সময় দেখে অাবার হেটে অাদুপারা ১৭ কিমি হোন্ডায় অালিকদম জীপে চকোরিয়া রাতের গাড়ীতে ঢাকা পথে
খরচ: ৩,৬০০ টাকা
যোগাযোগ : সানী ০১৯১১১২৩২৪৩
বিকাশঃ ০১৯২৩৬৯৩৩৩৯ (রিমন)
রকেটঃ ০১৯৪০৮৩০০৪২৬ (স্বাধীন)
গ্রুপ সাইজঃ– ১৫জন
এই টাকায় যা থাকছে :-
১) ঢাকা-চকরিয়া-ঢাকা ( নন এসি বাসের টিকেট)
২) লোকাল ট্রান্সপোর্টেশন
৩) গাইডের খরচ
৪) পোর্টার এর খরচ
৫) তিন বেলার খাবার খরচ ( ট্রেকিং রত অবস্তায় আমাদের চলার পথে কোনো হোটেল পরবে না… সেই ক্ষেত্রে শুকনা খাবার ব্যাগপ্যাকে রাখা জরুরী)
৬) তাবু
যা থাকছে না:
ব্যাক্তিগত মেডিসিন / ব্যাক্তিগত
যাত্রা বিরতির খাবার।
প্রয়োজনীয় :
১) হালকা ব্যাগপ্যাক (হাতে ঝুলিয়ে রাখতে হবে এমন ব্যাগ নেয়া যাবে না)
২) ৩/৪ দিন এর উপযোগী হালকা কাপড়..
৩) লুঙ্গী, গামছ
৪) সানগ্লাস, ক্যাপ
৫) ক্যামেরা ( ছবি তো তুলতেই হবে)
৬) পলিথিন ( মোবাইল, ক্যামেরা বৃষ্টির হাত থেকে বাচানোর জন্য)
৭) হালকা খাবার (খেজুর, চিপস, বিস্কিট টাইপ)
৮) পোর্টেবল টর্চ অথবা হেড ল্যাম্প।
৯) স্টিলের মগ
১০) টুথপেস্ট, ব্রাশ
১১) ট্রেকিং উপযোগী হাল্কা জুতা বা স্যান্ডেল( ১২০-১৫০ টাকার ভেতরে গ্রীপ ওয়ালা পেগাসাস প্লাস্টিক এর স্যান্ডেল পাওয়া যায় নিউমার্কেট/গুলিস্তান অথবা থানচি বাজারেও পাবেন)
১২) এঙ্কলেট, নী-গার্ড ( লাগবেই)
সতর্কতা :
১) এটা একটা এডভেঞ্চার টাইপ ট্রিপ। আমাদের পাহাড় বাইতে হবে। গড়ে ৭/৮ ঘন্টা পাহাড়ি রাস্তায় ট্রেকিং করে যেতে হবে। যারা হাটার কষ্টে যেতে চান না, তারা এই ট্রিপটা এড়িয়ে যাবেন।
২) আদিবাসীদের সাথে কোনো প্রকার ঝামেলায় যাওয়া যাবে না।
৩) ম্যালেরিয়া প্রতিষেধক মেডিসিন গ্রহন অত্যাবশ্যক সাথে ওডোমস ক্রিম রাখবেন
অথবা মশা নিরোধক রিস্ট ব্যান্ড।
৪) সব চেয়ে জরুরি একটা ভ্রমন পিপাসু মন।
৫) এতগুলো মানুষ এত দিন এক সাথে থাকতে গেলে সমস্যা হতেই পারে
আন্তরিকতার সাথে কথা বলে চেষ্টা করবো সমস্যা মিটিয়ে নিতে।
৭) অপ্রয়োজনীয় সাহস দেখানো যাবে না।
অামাদের সাথে ছেলে/মেয়ে যে কেউ যেতে পারবে।