জানুয়ারি
যদিও ইতালিতে এটি বছরের সবচেয়ে বেশি শীতের মাস তবু নির্দ্বিধায় জানুয়ারি হচ্ছে বিমানে উড্ডয়ন এবং আবাসনের জন্য সেরা সময়। স্কাই-রকেট দিয়ে উইন্টার রিসোর্টগুলোতে যাওয়া অবশ্য ব্যয়বহুল কিন্তু উচ্চমাত্রার তুষারপাত উপভোগ করতে হলে এই সময়ের কোনো বিকল্প নেই। দারুণ স্কিয়িং সুবিধা পেতে চাইলে আপনাকে যেতে হবে ইতালির উত্তরে ডলোমাইটের দিকে কিংবা আব্রুজুর এপ্পেনাইন এবং মধ্য ইতালিতে।
গড় তাপমাত্রা (রোম) : ৮°C
তুষারপাতের গড় দিন (রোম) : ৭


Skiing in the Dolomites © the luxury vacation night
ফেব্রুয়ারি
ফেব্রুয়ারি বলতে বোঝায় কার্নিভাল টাইম। ইতালি মানে সারা ভেনিস জুড়ে কার্নিভাল। কার্নিভাল হচ্ছে ভ্রাম্যমাণ আনন্দমেলা বা রোমান ক্যাথলিকদের উৎসব। মার্টেডি গ্রাসোর (ফ্যাট টুইসডে) সারা সপ্তাহ জুড়ে ভেনিসের সমস্ত রাস্তাঘাট রঙ আর মুখোশের হইচইয়ে মুখরিত হয়ে উঠে।

Venice Carnival © eNCA
গড় তাপমাত্রা (রোম) : ৯°C
তুষারপাতের গড় দিন : ৬
মার্চ
পুরনো একটি ইতালিয়ান প্রবাদ আছে – “Marzo pazzerello guarda il sole e prendi l’ombrello” (“পাগলা মার্চ, সূর্যের দিকে তাকাও আর একটি ছাতা নাও”) — এটা দিয়েই বুঝা যায় শীত শেষ হয়ে বসন্ত আসতেই সেখানকার আবহাওয়া কেমন হয়ে উঠে। এই সময়ে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতেই (যদিও সমুদ্র সৈকতগুলোতে তখনও শীত থেকে যায়) পুরো দেশ যেন গা ঝাড়া দিয়ে শীতনিদ্রা কাটিয়ে উঠে।
অনিশ্চিত আবহাওয়ার এই সময়টা মানুষজন তখন সবচেয়ে বেশি ভালোবাসে ছুটি কাটিয়ে যাদুঘরগুলো ঘুরে দেখতে। বৃষ্টির দিনে এরচেয়ে ভালো পছন্দ আর কি হয়!
গড় তাপমাত্রা (রোম) : ১২°C
তুষারপাতের গড় দিন (রোম) : ৬

Capitoline Museums in Rome © romesightseeing
এপ্রিল
ইতালিতে ইস্টার হচ্ছে সবচেয়ে বড় উদযাপন।
রোমের কেন্দ্রবিন্দুতে ইস্টার সানডে’র ঐতিহ্যবাহী রীতি অনুসারে গুড ফাইড্রেতে পোপ তার কলোসিয়ামে ক্রসের পদমর্যাদা গ্রহণ করেন। প্রায় প্রত্যেক শহরেই তখন ঐতিহ্যবাহী সাজসজ্জা নিয়ে প্যারেড এবং শোভাযাত্রার আয়োজন হয়।
ফ্লোরেন্সে তখন বার্ষিক স্কোপিও ডেল ক্যারো অনুষ্ঠিত হয় যেখানে একটি দুই চাকার গাড়িতে আগুন বিস্ফোরক দিয়ে ভর্তি করা হয়। তারপর সেটি প্যারেডের সাথে সাথে প্রজ্জ্বলিত হতে থাকে সারা শহর জুড়ে।
গড় তাপমাত্রা (রোম) : ১৪°C
তুষারপাতের গড় দিন (রোম) : ৯

Easter parade in Florence © visittuscany
মে
ইতালিতে মে নিয়ে আসে তাপমাত্রার একটি উপযুক্ত সময়। কিন্তু যেহেতু এটি ইস্টার আর গরম এই দুটির একটি স্যান্ডউইচের মত তাই কিছু সমস্যা এখানে দেখা দিতে পারে বিশেষ করে উপকূলীয় রিসোর্টগুলোতে যেখানে বড় ঋতুটি কেবলই শুরু হতে যাচ্ছে। দ্যা গিরো ডি’ইটালিয়া (ইতালির বার্ষিক সাইকেল প্রতিযোগিতা) দেশটিতে অনুষ্ঠিত হয় তিন সপ্তাহ সময় নিয়ে।
নতুনত্ব মাখানো আরো বিভিন্ন রকম উৎসব যেমন নটোতে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল, সিসিলি এন্ড দ্যা কোর্সা ডেরি চেরি (মোমবাতির দৌড়) অনুষ্ঠিত হয় আম্ব্রিয়াতে যেটি ১১৬০ সাল থেকে আয়োজিত হয়ে আসছে প্রতি বছর।
গড় তাপমাত্রা (রোম) : ১৭°C
তুষারপাতের গড় দিন (রোম) : ৭


Giro d’Italia bike race © cyclingweekly
জুন
ইতালির পর্যটনের ঋতু মূলত শুরু হয় জুন থেকেই তাই এই সময়টায় নয়নাভিরাম ও আকর্ষণীয় চারপাশগুলো জনবহুল অঞ্চলে পরিণত হয়। সেইসাথে বাড়তে থাকে তাপমাত্রার উষ্ণতা। ভ্রমণকারীরা চাইলে দক্ষিণের কলুষমুক্ত সৈকতগুলোতে ভ্রমণের আয়োজন করে এই উষ্ণতা কাটিয়ে উঠতে পারে। আরো যেতে পারেন তুস্কান এবং আম্ব্রিয়ান অঞ্চলের শান্ত পাহাড়গুলোতে।
ফ্লোরেন্স তখন আয়োজন করে ফুটবলের বার্ষিক টুর্নামেন্ট (ক্যালসিও স্টোরিকো) যেটি ষোড়শ শতাব্দীরও পুরনো আয়োজন। ভেনিস শহরের খালের প্রায় ৩০ কি.মি. দৈর্ঘ্য জুড়ে আয়োজিত হয় কায়াক বা ক্যানোপি বা নৌকা দৌড় প্রতিযোগিতা যেটি ভোগালংগা নামে পরিচিত।
গড় তাপমাত্রা (রোম) : ২৩°C
তুষারপাতের গড় দিন (রোম) : ৪
জুলাই
ইতালির আনাচে-কানাচে এক থোকা সাংস্কৃতিক আয়োজন নিয়ে জুলাইয়ে শুরু হয় গ্রীষ্মকাল।
ক্লাসিকাল সংগীতপ্রেমীরা হাজির হতে পারেন ভেরোনায় যেখানে প্রাচীন অপেরা অনুষ্ঠিত হয়।
আম্ব্রিয়ান শহরে হয় ‘দেই দিউ মন্দি’ যেখানে বিশ্বখ্যাত শিল্পীরা নাচ, গান এবং থিয়েটারের জন্য আমন্ত্রিত হোন এবং তা চলতে থাকে দুই সপ্তাহ জুড়ে। দারুণ শহর সিয়েনায় হয় ঘোড়দৌড় প্রতিযোগিতা। ভেনিসে নৌকা বাইচ।
গড় তাপমাত্রা (রোম) : ২৬°C
তুষারপাতের গড় দিন (রোম) : ৩

Palio Siena © whereitalia
আগস্ট
এই সময়টায় ঘর্মাক্ত তাপমাত্রা থাকায় সবাই ছুটে সৈকত বা পাহাড়ের দিকে। বিশেষ করে পুগলিয়া, কালাব্রিয়া, সার্দিনিয়া এবং সিসিলিতে সূর্যোদয় আর প্রাকৃতিক দৃশ্য হয়ে উঠে অনন্য। তবে যে পর্যটকেরা গরম সহ্য করে নিতে পারেন তারা ঘুরে ঘুরে আনন্দ খুঁজে বেড়ান বড় শহরের ভীড়ে মাঝেই। তখন স্বল্পমূল্যেই পাওয়া যায় হোটেলের খালি রুমগুলো।
গড় তাপমাত্রা (রোম) : ২৪°C
তুষারপাতের গড় দিন (রোম) : ০
সেপ্টেম্বর
ইতালির পর্যটকদের সবচেয়ে আকর্ষণীয় এবং ব্যস্ততম সময় এটি। ভেনিসে হয় আন্তর্জাতিক মুভি স্টার ফিল্ম ফেস্টিভ্যাল। ন্যাপলের ধর্মীয় উৎসবে সারা শহর মেতে উঠে প্যারেডে। প্রতি ৭ই সেপ্টেম্বরে ফ্লোরেন্সে হয় ফেস্টা ডেলা রিফিকোলোনা। তখন রাতের আকাশে চোখে পড়ে হাজার হাজার ফানুস।
গড় তাপমাত্রা (রোম) : ২২°C
তুষারপাতের গড় দিন (রোম) : ৬


Regata Storica in Venice © pastadipiazza
অক্টোবর
শারদীয় বাতাসের গুনগুনানি নিয়ে হাজির হয় অক্টোবর। উপকূলীয় রিসোর্টগুলোর দোকানপাট তখন বন্ধ হতে থাকে। রোম, ফ্লোরেন্স আর ভেনিসের বিভিন্ন জায়গাগুলো হয়ে উঠে দর্শনীয়। কন্দকজাতীয় ছত্রাক প্রেমীরা যেতে পারেন আলবার দিকে যেখানে অক্টোবর এবং নভেম্বরের মাঝামাঝি সময়টাতে মেলা অনুষ্ঠিত হয়। নানারকম চকোলেট, মিষ্টিতে ভরপুর থাকে সেই মেলা।
গড় তাপমাত্রা (রোম) : ১৮°C
তুষারপাতের গড় দিন (রোম) : ৮
নভেম্বর
নভেম্বরকে চিহ্নিত করা হয় ছোট ঋতুর অংশ হিসেবে। এই মাসে ইতালিয়ান মানুষজন সাধারণত জনশূন্য মরুভূমি এলাকায় কিংবা জাদুঘরে সময় কাটায়। কেউ কেউ যায় তুস্কানির দিকে যেখানে জলপাই চাষাবাদ করা হয় এবং তা থেকে তেল তৈরির প্রক্রিয়া ঘুরে দেখা যায়। কিংবা পিয়ার অদূরেই সান মিনিয়াটোতে একটা ভ্রমণে যাওয়া যেতে পারে ছত্রাকের মেলা দেখার জন্য।
গড় তাপমাত্রা (রোম) : ১৩°C
তুষারপাতের গড় দিন (রোম) : ৮
ডিসেম্বর
ডিসেম্বরের শুরুটা খুব শান্ত নিবিড় থাকে কিন্তু মাঝখানের সময়টা মানুষজন ব্যস্ত হয়ে পড়ে ক্রিস্টমাস এবং নববর্ষের ছুটির দিনের খোঁজ করে।
জার্মান স্টাইলের বিভিন্ন রকমের পণ্যে তখন ভরে উঠে ক্রিস্টমাস মার্কেটগুলো। ৭ই ডিসেম্বর থেকে মিলানে ‘অহ বেজ! অহ বেজ’ উচ্চারণে মুখরিত হতে থাকে ক্রিস্টমাস মেলা যেটি সেন্ট এম্ব্রোজকে উৎসর্গ করে আয়োজিত হয়।
গড় তাপমাত্রা (রোম) : ১০°C
তুষারপাতের গড় দিন (রোম) : ৯


Christmas in Milan © tripsavy